ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জিজ্ঞাসাবাদের গোয়েন্দা তথ্য উড়িয়ে দিলো জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

ঢাকা : গোয়েন্দা কর্মকর্তাদের (ডিবি) কাছে দেয়া জামায়াতের দুই শীর্ষ নেতার জবানবন্দির উদ্বৃতি দিয়ে বিভিন্ন পত্রিকায় আজ শনিবার প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। রাতে এক প্রেস বিবৃতিতে প্রকাশিত জবানবন্দিকে কথিত বলে উড়িয়ে দিয়েছে তারা।



জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী ও  আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ গ্রেফতার অবস্থায় আছেন। পুলিশ হেফাজতে তারা কি জবানবন্দি দিয়েছেন তা বাইরে প্রকাশ বেআইনী ও অনৈতিক। তাই পুলিশ তাদের জবানবন্দির উদ্বৃতি দিয়ে কোনো সাংবাদিকের কাছে কিছু প্রকাশ করার মত বেআইনী কাজ করতে পারেন না। তারা পুলিশের কাছে কি বক্তব্য দিয়েছেন তা কোন সাংবাদিকের জানার কথা নয়। কিন্তু গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের যে কথিত জবানবন্দি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তা ভিত্তিহীন। দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল ও ভোরের কাগজসহ আরো কিছু পত্রিকা আজ তা ছেপে বেআইনী ও অনৈতিক কাজ করেছে। ’

বিবৃতিতে আরো বলা হয়, ‘কথিত জবানবন্দির উদ্বৃতি দিয়ে সরকারের সঙ্গে বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে। দেশে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে হরতালে জামায়াত ক্যাডার ও জঙ্গী মাঠে নামিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব ডাহা মিথ্যা। তাই সংশ্লিষ্ট সংবাদপত্রগুলোকে  এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা  ও বানোয়াট রিপোর্ট প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানাই। ’

বাংলাদেশ সময় ২২৪০ ঘণ্টা, ৩ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।