ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজামীদের যুদ্ধাপরাধ মামলায় অন্তর্ভুক্তির দাবি মেননের

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বরিশাল: ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এমপি।

আজ শনিবার সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত  মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তনের’ দাবিতে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি তোলেন।



মেনন বলেন, ‘নিজামী-মুজাহিদরা কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানেননি। তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। তাই যে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা যথেষ্ট নয়। যুদ্ধাপরাধ মামলায় তাদের অন্তর্ভুক্ত করতে হবে। ’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। ’৭৫ সালের পর থেকে বিভিন্ন সরকার মতায় এসে বাংলাদেশের সংবিধান সংশোধনের নামে যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এখন সময় এসেছে তাদের বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার। এ জন্য নতুন প্রজন্ম ও নারী সমাজকে কাজে লাগাতে হবে। ’

মেনন আরো বলেন, ‘৫ম সংশোধনীর মাধ্যমেই দেশে ধর্মভিত্তিক রাজনীতি চালু হয়েছে। আর এর উপর ভিত্তি করেই গোলাম আজমের মতো যুদ্ধাপরাধীরা দেশে ফিরে এসেছে। ’

জেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক বিশ্বজিৎ বাড়ৈ এর সভাপতিত্বে কনভেনশনে বিশেষ অতিথি ছিলেন গনফোরাম সভাপতি মণ্ডলী সদস্য পঙ্কজ ভট্টাচার্য ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আনিছুর রহমান মল্লিক।
 
বাংলাদেশ সময় ১৮৪৪ ঘণ্টা, ৩ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad