ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইভটিজিং: নারায়ণগঞ্জে চার বখাটের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
ইভটিজিং: নারায়ণগঞ্জে চার বখাটের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে গ্রেপ্তারকৃত চার বখাটে যুবককে মঙ্গলবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে একজনকে দুই দিন এবং তিনজনকে পাঁচদিন করে কারাভোগের আদেশ দেওয়া হয়।



মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ বিচারিক হাকিমের আদালতের বিচারক শরীফুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

ফতুল্লার রেললাইন বটতলা এলাকার খোরশেদ মল্লিকের ছেলে মো. ফারুককে (২৬) দুই দিন, ফতুল্লা থানার লাল খাঁ এলাকার আবুল হোসেনের ছেলে ইসমাইল (২৬), ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকার আনোয়ার মুন্সির ছেলে মো. লাল চাঁন (২০) ও একই এলাকার মৃত মোহাম্মদ হাসানের ছেলে মো. জসিমকে (২১) পাঁচদিন করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মাঈনুর রহমান বাংলানিউজকে জানান, ইভটিজিং রোধ ও বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সোমবার সকালে ফতুল্লা থানার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ চার বখাটেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।