ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুবদল কর্মী হত্যা: জয়নাল হাজারীসহ ৯ আসামি খালাস

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

ফেনী: ফেনীর সোনাগাজীর যুবদল কর্মী নিজাম উদ্দিন সুজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীসহ ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুফিয়া বেগম এ আদেশ দেন।



২০০০ সালের ৫ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ফেনীর সোনাগাজী উপজেলার বাথরিয়া গ্রামের জনৈক সাহাব উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন সুজন (৩৫) খুন হন।

সোনাগাজী থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনার পরদিন ৬ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর ২০০২ সালের ১২ মার্চ নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সাবেক এমপি জয়নাল হাজারীসহ ১৮ জনের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ২২ মার্চ জয়নাল হাজারীসহ নয়জনের বিরুদ্ধে আদালত চার্জশীট দাখিল করেন। মামলাটি ২০০৭ সালে ফেনীর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বিচারের জন্য জজকোর্টে আসে। আদালত এ মামলায় মোট ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন।

জয়নাল হাজারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন তার আইনজীবী এম শাহজাহান সাজু। রাষ্ট্রপে ছিলেন এপিপি অ্যাডভোকেট ধীজেন্দ্র কুমার কংস বণিক।

খালাস প্রাপ্তরা হলেন জয়নাল হাজারী, তার ভাগিনা মিল্কি, জহির উদ্দিন, দীন মোহাম্মদ, মানিক, খোরশেদ, এমদাদ, মাসুদ, আবদুর রউফ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।