ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর।

ওই দিন সকাল ১০টায় ‘ক’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



ভর্তি কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক দীপেন দেবনাথ বাংলানিউজকে জানান, এ বছর ২৫টি বিভাগের ১ হাজার ৩৯৩টি আসনের বিপরীতে ৩০ হাজার ১৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ হিসাব অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ জন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্বদ্যালয়ের ওয়েব সাইট www.sust.edu বা মুঠোফোন থেকে SUST< space >SEAT< space >Your-Admission-Roll and send to 5676 লিখে ‘খুদে বার্তা’ (এসএমএস) পাঠিয়ে আসন বিন্যাস জানা যাবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং [email protected] ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।