ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাবিপ্রবিতে আসনপ্রতি ভর্তিচ্ছু ২২জন, পরীক্ষা ৬ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

৬ নভেম্বর সকাল ১০টায় ‘ক’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



ভর্তি কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক দীপেন দেব নাথ বাংলানিউজকে জানান, এবছর ২৫ বিভাগের ১ হাজার ৩ শত ৯৩টি আসনের বিপরীতে ৩০ হাজার ১৩০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। অর্থাৎ আসনপ্রতি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২জন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্বদ্যালয়ের ওয়েব সাইট www.sust.edu বা মুঠোফোন থেকে SUST<space>SEAT<space>Your-Admission-Roll and send to 5676 লিখে খুদে বার্তা পাঠিয়ে আসন বিন্যাস জানা যাবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং [email protected].বফঁ ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।