ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ভাতিজাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক ফুফু গ্রেপ্তার

এমআর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

মাদারীপুর: গত সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খাগদীর পাকদী গ্রামে এক শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে মানসিক প্রতিবন্ধী ফুফু ইয়াসমিন আক্তার (২৭)।

নিহত নোমান (৪) গ্রামের শওকত কাজীর ছেলে বলে পুলিশ জানায়।



এ ঘটনায় মারাত্মক আহত  হাসিবকে (১৩) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘাতক ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে।

মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কায়ুম আলী সরদার বাংলানিউজকে বলেন, রাত ১০ টার দিকে ইয়াসমীন কাঁথা সেলাই করছিল। এ সময় নোমান ও হাসিব তাকে ‘পাগল’ বলে সম্বোধন করলে পাশে থাকা হাতুরি দিয়ে নোমানের মাথায় পরপর কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ইয়াসমিন এরপর হাসিবকেও হাতুড়ি পেটা শুরু করে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

পারিবারিক সূত্র জানায়, ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন। এ কারণে দু’বছর আগে পাবনা মানসিক হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নিয়েছেন।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।