ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওষুধে ভেজাল: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

ঢাকা: ওষুধে ভেজাল প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি ঈমান আলী এবং বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে রিটটি দায়ের করা হয়।



মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘সংবাদপত্রে পকাশিত হয়েছে, ভেজাল ওষুধের কারণে মানুষের জীবন এখন হুমকির মুখে, জনস্বাস্থ্য এখন প্রচণ্ড হুমকির মুখে। সাম্প্রতিক সময়ে ভেজাল ওষুধের কারণে ৭৬ জন শিশু মৃত্যুবরণ করছে। ’

২০টি স্পট থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে সেই পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার জন্য রিটে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।