ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় দুই মাদ্রাসাছাত্র অপহৃত: মুক্তিপণ দাবি

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে মোস্তফা নাজমুল আনছারী (১৪) ও মুজাহিদ সালমান (১৩) নামে দুই মাদ্রাসাছাত্রকে  অপহরণ করা হয়েছে।

অজ্ঞাত ব্যক্তিরা রোববার সকালে তাদের অপহরণ করে নিয়ে যায়।



রোববার ও আজ সোমবারও অপহরণকারীরা নাজমুল ও মুজাহিদের পরিবারকে মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ ৪ লাখ টাকা দাবি করে করেছে।

অপহৃত নাজমুল ও মুজাহিদ সাটুরিয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার কোরআন শিক্ষা বিভাগের ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা ও মুজাহিদ রোববার সকালে নাস্তা খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর ফিরে আসেনি। এ ব্যাপারে অপহৃতদের বাবা সাটুরিয়া থানায় জিডি করেছেন।

মুজাহিদের বাবা তোফাজ্জেল হোসেন বাংলানিউজকে জানান, ‘ফোন করে তাদের একটি ঘরে আটকিয়ে রাখা হয়েছে। মুক্তিপণ না দিলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। ’

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. আবু তাহের মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বিষয়টি ডিবি পুলিশ তদন্ত  করছে। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।