ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্পিকারের আদেশেই মহিউদ্দিনের আসন শূন্য হয়েছে : সিইসি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

ঢাকা: স্পিকারের নির্দেশেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীরের আসন শূন্য ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

সোমবার সকালে নারায়ণগঞ্জে সার্ভার স্টেশন নির্মাণের স্থান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদে কোনো আসন শূন্য করার এখতিয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোলা-৩ আসন শূন্য করার বিষয়ে নির্বাচন কমিশন স্পিকারকে পত্র দেয়।

স্পিকার লিখিতভাবে জানান, এটি নির্বাচন কমিশনারের এখতিয়ার। নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করবে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচন সম্পন্ন করে। কারণ স্পিকারের নির্দেশেই আইন। ’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘যেহেতু মহিউদ্দিন খান আলমগীরের বিষয়টি বিচারাধীন তাই এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। জাতীয় সংসদ সার্বভৌম। সেখানে জুডিশিয়াল বিষয়ে আলোচনা করা যায়। মহিউদ্দিন খান আলমগীর তার আসন শূন্য বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তাই এ বিষয়ে কোনো আলোচনা করতে চাইনা। ’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের কোনো বিধান নেই। আইনি জটিলতা না থাকলে আগামী ডিসেম্বরেই সব স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবিএম আমিন উল্লাহ নুরী, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেল লাইনের পাশে দেড় একর জমিতে সার্ভার স্টেশন, শিল্পকলা একাডেমী ও পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হবে। বন্দর উপজেলা পরিষদের পাশেই সার্ভার স্টেশন নির্মানের জন্য ২০ শতাংশ জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ ও বন্দরে সার্ভার স্টেশনের জন্য নির্ধারিত জায়গা পরির্দশন করেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।