ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রশিদ আল মুনান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্ত্রাসীরা রোববার গভীর রাতে বাবুল বয়াতি (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।



এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে মঠবাড়িয়ার উত্তর গীলাবাদ গ্রামের বাবুল বয়াতির বাড়িতে অজ্ঞাত ব্যক্তিরা সিঁদ কেটে ঘরে ঢোকে। দোতালায় ঘুমিয়ে থাকা বাবুলকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় ঘরের লোকজনের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে।

সংবাদ পেয়ে পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানায়, বাবুল প্রায় ১৪ বছর সৌদি আরব ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। একমাস আগে দ্বিতীয় বিবাহ করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘বাবুল এক প্রতিবেশীর কাছে ৪ লক্ষ টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ কারণে তাকে হত্যা করা হতে পারে। ’ তদন্তে পুুরো ঘটনা জানা যাবে বলে তিনি জানান।  

তবে দাউদখালী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত জানান, ‘অর্থনৈতিক ওই ঘটনার সাথে জড়িত উভয়েই এখন সৌদিআরব। পারিবারিক কারণেও তাকে হত্যা করা হতে পারে।
 
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।