ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্মঘটে হিলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

দিনাজপুর: ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর থেকে পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

কোনো পণ্যবাহী যান সকাল থেকে স্থলবন্দর ছেড়ে যায়নি।

তবে বন্দরে লোড-আনলোড ও আমদানি-রফতানি অব্যাহত রয়েছে।

ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারাবন্দি শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।


এ বিষয়ে হিলি স্থলবন্দর বেসরকারি আপারেটর পানামা পোর্ট লি. লিমিটেডের সহকারী ম্যানেজার হায়দার আলী বাংলানিউজকে জানান,  ‘পণ্যবোঝাই ভারতীয় ট্রাক সোমবার সকাল ৮টায় পণ্য আনলোড (খালাস) করে ভারতে ফিরে গেছে। আমদানি-রফতানি কার্যক্রমও অব্যাহত রয়েছে। ’

হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস বাংলানিউজকে জানান, ‘স্থলবন্দরে ভারত থেকে পণ্য প্রবেশের পর এখন পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক স্থলবন্দর ছেড়ে দেশের অন্য কোনো জেলার উদ্দেশে ছেড়ে যায়নি। ধর্মঘট চলাকালে দেশের অভ্যন্তরে পণ্য পাঠানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা আনুষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রেখেছি। ’

তিনি বলেন, ‘ধর্মঘট অব্যাহত থাকলে কোনো পণ্যবাহী ট্রাক স্থলবন্দর ছেড়ে যাবে না। ’
 
হাকিমপুর হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল আহাদ জানান,  ‘সোমবার সকাল থেকে ঢাকার উদ্দেশে কোচ সার্ভিসগুলো যাওয়ার কথা থাকলেও ধর্মঘটের ফলে এখন পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।