ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ: তীব্র যানজট

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

ভোলা: ভোলার সঙ্গে দেশের অনান্য জেলার সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে গত তিনদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচলর বন্ধ থাকায় উভয়পাড়ে এখন তীব্র যানজট।

অচল হয়ে পড়েছে পুরো ঘাট। চরমে পৌঁছেছে যাত্রী ভোগান্তি।

সোমবার তৃতীয় দিনেও ভোলা থেকে লীপুরের উদ্দেশে কোনো ফেরি যায়নি। লীপুর থেকেও ভোলার উদ্দেশে কোনো ফেরি আসেনি।

বিআইডব্লিউটিসি’র ভোলা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন সোমবার সকালে বাংলানিউজকে জানান, এ রুটের ২টি ফেরির মধ্যে একটি যান্ত্রিক ত্র“টির কারণে গত মাসে অচল হয়ে পড়লে চলাচল করছিল একমাত্র ফেরি কামিনী। ২ অক্টোবর কামিনীও যান্ত্রিক ত্র“টির কারণে অচল হয়ে পড়ে।

এর ফলে ফেরি রুটের দুই পাড়ে ২ শতাধিক যানবাহনের আটকে পড়ে আছে বলে জানান তিনি।
 
তিরি আরও জানান, ফেরি সমস্যার কথা ঊর্ধ্বতন কতৃপকে জানানো হয়েছে।

ভোলা-লীপুর রুটের ফেরি মাস্টার নুরুল ইসলামও বাংলানিউজ-এর কাছে ফেরি বিকল হওয়া ও যাত্রী দুর্ভোগের সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ঘাট ইজরাদার বিপ্লব মোল্লা বাংলানিউজকে বলেন, ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় পুরো ঘাট এখন অচল হয়ে পড়েছে। বিশেষ করে উভয় ভোলার যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশী।

তিনি জানান, দূরপাল্লার বাস ও মালবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন ঘাটে আটকা পড়ে আছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।