ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর বাড্ডায় ডাকাতের হামলায় গৃহকর্ত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

ঢাকা: রাজধানীর বাড্ডা থানাধীন জোয়ারসাহারা এলাকায় রোববার গভীর রাতে ডাকাতের হামলায় নিহত হয়েছেন নূরজাহান বেগম (৪২) নামে এক গৃহকর্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত জোয়ারসাহারার ১১২/১১৩ নম্বর বাসায় ঢুকে নূরজাহান বেগমকে  এলোপাতাড়ি মারধর ও শ্বাসরোধ হত্যা করে।

এ সময় ডাকাতরা তার কানের দুল, গলার চেইনসহ বাসার মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।

সোমবার ভোরে বাড্ডা থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

নিহত গৃহবধূর আত্মীয় পারভেজ হোসেন বাংলানিউজকে জানান, ‘এটা স্রেফ ডাকাতি। নৃশংসভাবে হত্যা করে মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা। ’

তবে তাৎক্ষণিকভাবে লুণ্ঠিত মালামালের বিবরণ ও আর্থিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘এ ব্যাপারে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পুলিশের একাধিক টিম দৃর্বুত্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। ’

নিহত নূরজাহান বেগমের স্বামীর নাম সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad