ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী: প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির ডাকা ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে যানবাহন চলাচল শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে।



সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাকক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক নেতাদের সমঝোতা বৈঠকের পর বেলা দেড়টায় এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

সভা শেষে উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাত ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম পিটার, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি ও সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবদুল আউয়ালও বাংলানিউজকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তারা বলেন, দুপুরে বিভাগীয় কমিশনারের সঙ্গে সমঝোতা বৈঠকের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তবে, প্রতিশ্রুতি পূরণ না হলে আবারো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান।

সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়। এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি (ভারপ্রাপ্ত) ওবাইদুল্লাহ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার নওশের আলী, উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, পরিবহন সেক্টরে পুলিশের চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সোমবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।