ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

হবু মায়ের জন্য উপহার 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
হবু মায়ের জন্য উপহার  হবু মায়ের জন্য উপহার 

হবু বাবা, প্রিয় সঙ্গী আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার এনে দিচ্ছেন, তার চারপাশ ভাললাগা ও ভালবাসায় ভরে রাখার দায়িত্ব তো আপনারই। 

আমরা শিশুর জন্মের আগে আগ্রহ নিয়ে ‍তার জন্য অপেক্ষা করি। কিন্তু যে মা দীর্ঘ দিন কষ্ট করে শিশুর জন্ম দিচ্ছেন তার জন্য কমই ভাবি।

আবার অনেকেই ভেবে পাননা, প্রিয় মানুষটি কী উপহার দেয়া যায় এই বিশেষ সময়টিতে। সন্তান জন্মের আগে শেষের দিকের সময়গুলো প্রতিটি মুহূর্তই মাকে অনেক কষ্ট করতে হয়, শরীরও তেমন ভাল থাকে না।   

তার মন ভাল করে দিতে উপহার হিসেবে দিতে পারেন: 

•    এতো দারুণ একটি উপহারের জন্য স্ত্রীকে দিতে পারেন একটি ধন্যবাদ লেখা কার্ড, সেখানে যোগ করতে পারেন মনের না বলা কথা, কবিতা বা প্রিয় কোনো উক্তি 
•    তার পছন্দের পোশাক দিতে পারেন
•    দেয়া যায় মেকআপ কিট, কারণ মায়েরা এই সময়ে নিজের চেহারা নিয়ে বেশ চিন্তিত থাকে, মেকআপ উপহার পেলে সে নিশ্চয় খুশি হবে 
•    সঙ্গে দিন তার পছন্দের পারফিউম
•    হালকা গয়না সব মেয়েরই পছন্দ, ছোট চেইন, চুড়ি বা ছোট্ট এক জোড়া কানের দুল উপহার পেলে আপনার স্ত্রী এতো খুশি হবেন যে, দামটা তখন নিতান্তই কম গুরুত্বপূর্ণ মনে হবে
•    শিশু জন্মের দিন যখন খুব কাছে চলে আসবে, তখন সেই দিন থেকে ৪-৫ মাস পরের একটা তারিখে কোথাও যাওয়ার প্লান করুন
•    সারপ্রাইজ দিন হোটেল বুকিং-আর যে যানবাহনে যাবেন তার অগ্রিম টিকিট দিয়ে 
•    এতে করে প্রিয় মানুষটি বুঝতে পারবে আপনার জীবনে তার গুরুত্ব কতখানি।  

দু’জন মিলেই অপেক্ষা করুন প্রিয় সন্তানের জন্য। আর প্রেগনেন্সির পুরো সময়টা স্ত্রীকে মানসিক সার্পোট দিন, যত্ন নিন। সময়টা উপভোগ্য করে তুলুন।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।