ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

এবারের ঈদে পাঞ্জাবি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুন ৮, ২০১৮
এবারের ঈদে পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি, ক্যাটস আই

ঈদে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি। সব বয়সের, সব পেশার পুরুষের জন্য অভিজাত ও আধুনিক ডিজাইনের এক্সক্লুসিভ পাঞ্জাবির খোঁজ করেন। এবারের ঈদেও ফ্যাশন হাউসগুলো নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবির কালেকশন নিয়ে হাজির হয়েছে।

এরই মধ্যে জমে উঠেছে পাঞ্জাবির কেনা-বেচা। মধ্যরাত পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বড় শপিংমলগুলোতে ক্রেতারা ঘুরে দেখে পাঞ্জাবি কিনছেন।

 

এবারও বেশ লম্বা পাঞ্জাবিগুলোই সবাই পছন্দ করছেন, আরামদায়ক সুতি কাপড়ের পাশাপাশি তাঁত-সিল্কও বেছে নিচ্ছে ফ্যাশন সচেতন তরুণরা। আর তরুণদের কথা মাথায় রেখেই সাদার পাশাপাশি উজ্জ্বল লাল, মেরুন, হলুদ, সবুজ রঙের পাঞ্জাবি রযেছে হাউসগুলোতে।  

সুতি পাঞ্জাবিগুলো এক হাজার টাকা থেকে শুরু হলেও সিল্কের পাঞ্জাবি কিনতে গুনতে হবে কম হলেও চার হাজার টাকা।  

রঙ বাংলাদেশের কর্নধার সৌমিক দাস জানান, খুব সাধারণ থেকে গর্জিয়াস সব ধরনের পাঞ্জাবিই রয়েছে এবারের ঈদের কালেকশনে।   

বাজারে দেশি কাপড়ে তৈরি পাঞ্জাবির চাহিদাই বেশি, উৎসবে সবাই এখন দেশি পোশাক পরতেই পছন্দ করেন বলে বাংলানিউজকে বলেন স্টুডিও এমদাদের কর্নধার বরেণ্য ডিজাইনার এমদাদ হক। তিনি বলেন, কটন, সিল্ক, এন্ডি, জ্যাকার্ড কটন, জয়সিল্ক, সিল্কি কটনসহ বিভিন্ন কাপড় ব্যবহার করা হয়েছে পাঞ্জাবিতে। পাঞ্জাবি সিল্ক (৪০০০-৬০০০) টাকা, এন্ডি কটন (২৫০০-৩৫০০) টাকা, কটন (৭৫০-২৫০০) টাকার মধ্যে রাখা হয়েছে।  

যারা বাজেটের মধ্যে ফ্যাশনেবল পাঞ্জাবি কিনতে চান, একবার ঘুরে আসতে পারেন শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে।  

বিভিন্ন সময়ের মতো বছরের এবারও পরিবারের বাবা-ছেলের জন্য যুগল পাঞ্জাবি তৈরি করেছে বিভিন্ন ফ্যাশন হাউস।  

নতুন পাঞ্জাবিতে ঈদের আনন্দ হোক সবাইকে সঙ্গে নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।