ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

ঈদে সাদাকালোর এথনিক স্মাইল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৮
 ঈদে সাদাকালোর এথনিক স্মাইল ঈদে সাদাকালো

শরৎমালা চাকমা বুননে তৈরি করেছিলেন একশোরও বেশি এথনিক ট্রেডিশনাল ডিজাইন ক্যাটালগ ‘আলাম’। যেখানে উঠে এসেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যবহৃত পোশাকের ঐতিহ্যবাহী নকশা। 

পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিশেষ করে ইংল্যান্ডের কমনওয়েলথ ইনস্টিটিউটে এই আলাম এর প্রদর্শনী হয়েছে।

সাদাকালোর কর্নধার আজহারুল হক আজাদ বাংলানিউজকে বলেন, শিল্পী সানন্দে তার শিল্প ডিজাইন ব্যবহার করতে দিয়ে সাদাকালোকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন।

তার বুননের ডিজাইনগুলো প্রিন্ট এবং সূচী শিল্পে তুলে আনার চেষ্টা হয়েছে।  

এবারের ঈদে ফ্যাশন হাউস সাদাকালো তৈরি করেছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজসহ শিশুদের পোশাক ও গয়না। সব পণ্যের দাম মধ্যবিত্ত ক্রেতার সাধ্যের মধ্যেই রাখা হয়েছে বলেও জানান আজহারুল হক।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।