ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

রঙ বাংলাদেশ এর বৈশাখ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
রঙ বাংলাদেশ এর বৈশাখ রঙ বাংলাদেশ এর বৈশাখী আয়োজন

শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের বৈশাখ-এর প্রস্তুতি। ভেতরে ভেতরে সবাই তৈরি হচ্ছে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। নানা সমস্যা, যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে। 

এই উদযাপন নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্ভব। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই পোশাক- আর তা নিয়ে বাঙালির ভাবনার শেষ নেই।

দেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ প্রতিনিধি রঙ বাংলাদেশও চলছে অভিন্ন লক্ষ্যে। সময়কে রাঙানোর ব্রত নিয়ে। ফলে বৈশাখ নিয়ে রয়েছে বিস্তৃত আয়োজন। রঙ বাংলাদেশ বরাবরই বাংলার কথা বলে। বাঙালির কথা বরঙ বাংলাদেশ এর বৈশাখী আয়োজনলে।  

তাই এবারের অভিযাত্রায় সৃজনের প্রেরণা হিসেবে গ্রহণ করা হয়েছে শীতল পাটি, সাঁওতালদের দেয়ালচিত্র , মঙ্গল শোভাযাত্রার।


সংগ্রহে যা রয়েছে:
মেয়েদের পোশাক: শাড়ি, সিঙ্গেল কামিজ, লং কামিজ, লং স্কাট, টপস, টপস প্লাজো, গাউন
ছেলেদের পোশাক: পাঞ্জাবি,শার্ট, টি-শার্ট, ফতুয়া, ধূতি, উত্তরীয়।
ছোটদের পোশাক: শাড়ি, সিঙ্গেল কামিজ, ফ্রক,স্কাট, টপস, পাঞ্জাবি,শার্ট, টি-শার্ট, ফতুয়া, ধূতি।

এবং কাপল ও ফ্যামিলি ড্রেস। এছাড়া আরও রয়েছে গয়না ও মেয়েদের ব্যাগ। উহার সামগ্রীতে রয়েছে নানা ডিজাইনের মগ।

হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad