ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

বিজয়ের উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিজয়ের উৎসব বিজয় দিবস

বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। নয় মাস যুদ্ধের ফল, ৩০ লাখ বাঙালির জীবন, লক্ষাধিক মা-বোনের ওপর নির্যাতন, বুদ্ধিজীবী হত্যাসহ একটি জাতিকে ধ্বংস করার হাজারো চেষ্টা বিফল করে, বিজয় ছিনিয়ে আনে বাংলার বীর সন্তানেরা। 

একটি স্বাধীন দেশ যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি, সেই শহীদ পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি?

•    বিজয় দিবসে আসুন না নিজ নিজ দায়িত্বগুলো পালন করি; 

•    এই দিনে যত্রতত্র ময়লা না ফেলি

•    অন্তত দু'টো ভালো কাজ করি 

•    নিজ এলাকার মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মায়েদের সাথে দেখা করে ধন্যবাদ জানাই।  

•    তাদের জন্য কিছু উপহার নিয়ে যাই।

 

•    নিজের দেশটাকে আরও ভালোবাসি, সঠিক ইতিহাস জানি

তাদের মুখে যুদ্ধের গল্প শুনি, বিজয়ের গল্প শুনি। এর চেয়ে বড় উৎসব আর কী হতে পারে?
 

লেখা: জিন ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।