ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

এক্সট্যাসি-ভার্চুয়াল স্টোর

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এক্সট্যাসি-ভার্চুয়াল স্টোর এক্সট্যাসি-ভার্চুয়াল স্টোর

এক্সট্যাসি সবসময়েই দেশীয় ট্রেন্ডে আন্তর্জাতিক ফ্যাশনধারা অনুসরণ করে। কাপড়ের প্রিন্ট, ডিজাইনে নকশার বৈচিত্র্যতা এবং প্যাটার্ন  ভিন্নতায় প্রাধান্য পায় তারুণ্য নির্ভর নতুনত্ব। 

একারণেই এক্সট্যাসির কো ব্র্যান্ড তানজীম ও জারজেইন-এর ট্যাগলাইনে অনুসরণ করা হয় ফরমাল বা ক্যাজুয়াল লাইফস্টাইলের গর্জাস ট্রেন্ড। এছাড়াও এক্সট্যাসির ডিজাইনার লেবেল তানজীম -এর ট্যাগ লাইনে পুরুষদের জন্য প্রিন্ট বৈচিত্র্যের শার্ট, চিনো, পলো, ডেনিম ছাড়াও থাকছে জুতোর এক্সক্লুসিভ কালেকশন।

 

 

ফেসবুকে এক্সট্যাসি’র নতুন কালেকশনের আপডেটের পাশাপাশি এক্সট্যাসি অনলাইন স্টোর থাকছে মোবাইল ফোনের পর্দায়। ভার্চুয়াল এই স্টোর থেকে কেনা যাবে পছন্দের পোশাকটি।

ফেসবুক ফ্যান পেইজে নতুন পণ্যের খোঁজখবর জানার পাশাপাশি কেনাকাটায় বাড়তি সুবিধা দিবে এই ভার্চুয়াল স্টোর।  এক্সট্যাসি অনলাইন স্টোরের ঠিকানা: http://ecstasybd.com।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।