[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৬ আষাঢ় ১৪২৫, ১৯ জুন ২০১৮

bangla news

তারুণ্যের ঈদে সেইলর 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৩:১৫:৩০ পিএম
ঈদে সেইলর 

ঈদে সেইলর 

ডিজাইনে আভিজাত্য, কাপড়ে স্বস্তি আর রং-এ উৎসবের আনন্দ নিয়েই এবার বর্ণিল সেইলরের ঈদ পোশাক। 

ফিউশন, ক্যাজুয়াল এবং উৎসবের আবহ নিয়ে সেইলর পোশাকের প্যাটার্ন ও ডিজাইনে করেছে নিরীক্ষা। ভ্যালু এডিশন হিসাবে প্রাধান্য দেয়া হয়েছে ওয়াশ, প্রিন্ট এবং এমব্রয়ডারির নকশায়। তরুণ তরুণীদের রেডি টু ওয়ার আউটফিটে থাকছে স্লিম বা ট্রিম ফিটে ফরমাল এবং ক্যাজুয়াল আবহ। 

শার্ট, পলো এবং ট্রাউজারে অনুসরণ করা হয়ে বিশেষ কাট। শার্টে কলার কাফে আনা হয়েছে আধুনিক ট্রেন্ড। তরুণীদের জন্য কুর্তির বিশেষ ট্রেন্ডি ডিজাইনের বাইরেও নেকলাইন বৈচিত্র্যসহ, স্মুদি লেয়ারিং ফ্যাশন থাকছে। লং, সেমিলং, কাপতান ও ফ্লোরটাচ পোশাক করা হয়েছে তরুণীদের জন্য। ফ্যাশন অনুসঙ্গও থাকছে উৎসবে পরার। 

বড়দের পাশাপাশি ছোটদের জন্যও এবার সেইলর এনেছে আরামদায়ক পাশ্চাত্য কাটের ঈদ পোশাক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa