[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ অগ্রহায়ণ ১৪২৪, ১৯ নভেম্বর ২০১৭

bangla news

গুড ডি ফ্রান্স 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-২০ ৩:০১:১৩ পিএম
গুড ডি ফ্রান্স 

গুড ডি ফ্রান্স 

লা মেরিডিয়ান ঢাকা এবং বাংলাদেশর ফ্রান্স দূতাবাস ২১ মার্চ দ্বিতীয়বারের মতো যৌথভাবে আয়োজন করেছে ‘গুড ডি ফ্রান্স’। 

এই উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে ঐ দিন বিশেষ বিশেষ ফরাসি খাবার পরিবেশন করা হবে অতিথিদের জন্য। বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অ্যাবার্টে। 

ফরাসি ঐতিহ্যবাহী এসব খাবার তৈরি করবেন মাস্টার শেফ অলিভার লুরেক্স এবং তার দল ‘শেফ অব দ্য ওয়ার্ল্ড’। 

বিশ্বের প্রচলিত মূল্যবোধের প্রতি সবেইকে একত্রিত করা এবং বন্ধুত্ব রক্ষার জন্যই এই দিবস পালিত হয়। 

বিশ্বের ১৫০ টি দেশে ফরাসি স্টাইলে খাবার পরিবেশন করা হবে এই দিনে। লা মেরিডিয়ান ঢাকা এবং বাংলাদেশের ফ্রান্স অ্যাম্বাসি অতিথি জন প্রতি ৩৬০০++  টাকায় ঐতিহ্যবাহী ফরাসি খাবারসহ বুফে ডিনারের স্বাদ নিতে পারবেন। 

যোগাযোগ: +৮৮০১৯৯০৯০০৯০০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa