[x]
[x]
ঢাকা, সোমবার, ২৭ অগ্রহায়ণ ১৪২৪, ১১ ডিসেম্বর ২০১৭

bangla news

লাল সবুজে নিপুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১২ ১:৪৯:১৬ এএম
নিপুন

নিপুন

স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস নিপুন নিয়ে এসেছে  পোশাকের বিশেষ আয়োজন।

লাল সবুজ রং-এর পোশাকগুলো তৈরি হয়েছে প্রধানত সুতি কাপড়ে। একেবারেই নিজেদের বিশেষ ডিজাইনে স্বাধীনতার এই বিশেষ কালেকশনে রয়েছে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টপস, কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, ব্যান্ডানা, টিশার্ট এবং শিশুদের পোশাক। 

এসব পোশাকের দামটাও ক্রেতার সাধ্যের মধ্যে। রাজধানীর মিরপুর রোডে অবস্থিত হোসেন প্লাজা, মিরপুর জাতীয় স্টেডিয়ামের বিপরীতে নিপুনের শোরুম, বসুন্ধরা সিটির দেশিদশ, সিলেট দেশিদশ এবং গুলশান দেশিদশের নিপুনের শোরুমে লাল-সবুজে স্বাধীনতার পোশাকগুলো পাওয়া যাচ্ছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa