ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

স্বাধীন প্রসিকিউশন সার্ভিস কমিশন গঠনে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
স্বাধীন প্রসিকিউশন সার্ভিস কমিশন গঠনে রুল

ঢাকা: সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য আইন কর্মকর্তা নিয়োগে স্বাধীন প্রসিকিউশন বা অ্যাটর্নি সার্ভিস কমিশন গঠন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৭ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আইন কর্মকর্তা নিয়োগে কেন স্বাধীন প্রসিকিউশন বা অ্যাটর্নি সার্ভিস কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, আইন ও সংসদ সচিবালয়ের সচিব, আইন কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৭,২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।