ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিথী আক্তারকে (৮) ধর্ষণ ও হত্যার দায়ে কামরুল ইসলাম (২০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত কামরুল টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের সাবাশ আলীর ছেলে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ১৯ মে ভুটিয়া গ্রাম থেকে একই এলাকার আবুল কালামের মেয়ে বিথীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধর্ষণের পর হত্যার আলামত ছিল। পরে বিথীর বাবা বাদী হয়ে কামরুলকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কামরুলকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে ধর্ষণ ও হত্যার প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার কামরুলের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।