ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন কারাগারে

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে দুই মামলায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক ফারুকসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুলাই) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ শুভ তাদের কারাগারে পাঠানোর নির্দেষ দেন।

আসামিরা হলেন- ফারুক হোসেন, তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন।

আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই তাদের জামিনেরও কেউ আবেদন করেননি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ৯ এপ্রিল প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে প্রবেশ করেন। বাসভবনের দেয়ালের তারকাঁটা ও মূল ফটক ভেঙে তারা ভিসির বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করেন। আশপাশে থাকা মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ আনা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ২ জুলাই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad