ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গার্মেন্টস ব্যবসায়ী জোনায়েদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৬ জনকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকী ৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের আদালত এ রায় ঘোষণা করে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আকরাম হোসেন (৩৪), রাজীব আহমেদ (৩২),  রিফাত (৩০), ইমতিয়াজ শাহীন জনি (৩৫) ও  মাকসুদুল হাসান (৩৩)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ আগস্ট রাত ১১টার দিকে জোনায়েদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে শহরের দাড়িয়াপুর এলাকার পাশে তিতাস নদীতে মরদেহ ফেলে রাখে আসামিরা। এ ঘটনায় জোনায়েদের ভাই মাসুদ মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আকরাম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আকরাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, চাঁদা না দেওয়ায় তিনি ও অন্যান্য আসামিরা মিলে পরিকল্পিতভাবে শহরের আশিক প্লাজায় অবস্থিত রং মহল গার্মেন্টস এর মালিক জোনায়েদ মিয়াকে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।