ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নবীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
নবীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, অভিযানকালে রাজলক্ষ্মী সুইটসকে ১ হাজার, রাসেল পোল্ট্রিকে ২ হাজার, অহনা কসমেটিক্সকে ১ হাজার, আল রাজি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং পিজা সপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নোংরা পরিবেশে খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।