ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুলিশ হেফাজতে কামরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অপরাধে কামরুল ইসলাম ওরফে ক্যাইমা চোর (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর টিকরামপুর মহল্লার মো. মোজাহারের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট রেহাইচর টিকরামপুর মহল্লার এক ব্যক্তির বাড়ির জানালা ভেঙ্গে ঘরে ঢুকে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করেন কামরুল। ওই সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কামরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে মেয়েটির পরিবার। তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর আদালতে কামরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান।

মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার দুপুরে এ রায় দেন আদালত।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলম জুয়েল।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।