ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

গাছ কাটার অভিযোগে এক ব্যক্তির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
গাছ কাটার অভিযোগে এক ব্যক্তির জরিমানা

মেহেরপুর: রাস্তার গাছ কাটার অভিযোগে ছমির উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দেলোয়ার হোসেন
এ দণ্ড দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ছমির উদ্দীন গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ধানখোলা-নিত্যনন্দপুর রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ছমির উদ্দীনকে বন আইন ১৯২৭ এর ২৬ ( ১ ক) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পরে তিনি অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন বলে জানান, ধানখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বসির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।