ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

খালেদার রায়ের কপি চাইবে দুদকও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
খালেদার রায়ের কপি চাইবে দুদকও খালেদা জিয়া (ফাইল ছবি)

ঢাকা: বিএনপিপন্থি আইনজীবীদের পরে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি চেয়ে আবেদন করবে দুর্নীতি দমন কমিশনও (দুদক)। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আবেদন করার বিষয়টি বাংলানিউজকে জানান।  

তিনি বলেন, খালেদার মামলাটিকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে না দুদক।

অন্য মামলাগুলোর মতোই এ মামলা চলবে। তবে মামলার রায়ের কপি চেয়ে আমরা আদালতে আবেদন করবো।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।  

বিএনপি চেয়ারপারসনের রায় ঘোষণার পর তার আইনজীবীরা মামলার কপি চেয়ে আবেদন করেন।

ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রীকে নেওয়া হয় বকশীবাজারের পুরনো কারাগারে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad