ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকা: ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদে লিজা হত্যার দায়ে স্বামী ইমন হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।

আসামি ইমনে দিনাজপুরের বিরল থানাধীন জগৎপুর মহাজনপাড়ার হাবিবুর রহমান বাবুর ছেলে।

তিনি জামিনে নিয়ে পলাতক রয়েছেন।

রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় আসামি ইমন পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী লিজাকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ইমন ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। ২৪ সেপ্টেম্বর পুলিশের সহায়তায় বাসায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিজাকে মৃত অবস্থায় দেখতে পায়।

এ ঘটনায় দক্ষিণখান থানার তখনকার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান ইমনকে আসামি করে ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ইমন গ্রেফতার হলে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি স্ত্রীর পরকীয়ার কারণে তাকে খুন করেছে মর্মে স্বীকার করেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল ইমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।