ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

গ্রাম পুলিশের চাকরি রাজস্ব খাতে নিতে লিগ্যাল নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
গ্রাম পুলিশের চাকরি রাজস্ব খাতে নিতে লিগ্যাল নোটিশ

ঢাকা: গ্রাম পুলিশ বাহিনীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার (১৪ নভেম্বর) এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও  নোটিশে বলা হয়েছে।  

নোটিশে বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও পুলিশ মহাপরিদর্শককে।  

ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ কমান্ডার হিসেবে দায়িত্বরত লাল মিয়া, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদে মহলদার হিসেবে দায়িত্বরত মো. সাইদুর দেওয়ানসহ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে দফাদার ও মহলদার হিসেবে দায়িত্বরত গ্রাম পুলিশের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়েছে।  
    
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ১৪,
ইএস/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad