ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

৫৭ ধারার মামলায় আইনজীবী ইমতিয়াজের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
৫৭ ধারার মামলায় আইনজীবী ইমতিয়াজের জামিন

ঢাকা: ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে ৫৭ ধারায় করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার তানজিব উল আলম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।


২১ জুলাই খাগড়াছড়ি সদর থানায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
 
মামলায় অভিযোগ করা হয়, ইমতিয়াজ মাহমুদ সাম্প্রতিক তার ফেসবুক আইডিতে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রতিনিয়ত কল্প কাহিনী বানিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি দিয়ে পোস্ট দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জুলাই ২৬,২০১৭
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।