ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

বোরহানউদ্দিনে ইটভাটার চিমনী ধ্বংস, জরিমানা আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বোরহানউদ্দিনে ইটভাটার চিমনী ধ্বংস, জরিমানা আদায়

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে সবুজ-জিহাগ ব্রিকস নামে একটি ইটভাটার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্সবিহীন সবুজ-জিহাগ ব্রিকস ভাটায় অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিল এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় অভিযুক্ত ভাটা মালিককে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই ব্রিকসের ড্রাম চিমনী ধ্বংস করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।