ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

নতুন ইসি’র গেজেট বাতিল চেয়ে করা রিট খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
নতুন ইসি’র গেজেট বাতিল চেয়ে করা রিট খারিজ

ঢাকা: নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার নিয়োগের গেজেট বাতিল চেয়ে করা রিট আবেন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন।


 
সার্চ কমিটির সুপারিশের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন। পরে গেজেটও জারি হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় সুপ্রিম কোর্টে তাদের শপথ অনুষ্ঠিত হবে। এ গেজেট এবং পাবলিক সার্ভেন্ট রিটায়ারম্যান্ট অ্যাক্ট ১৯৭৪’ আইনের ৫ (১) (২) (৩) ধারা নিয়ে রিট  করেন ইউনুছ আলী। পাশাপাশি শপথ অনুষ্ঠানও স্থগিত চান।
 
সোমবার হাইকোর্ট রাষ্ট্রপতির ইসি নিয়োগ এবং অবসরপ্রাপ্তদের ইসি নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে রিটটি খারিজ করে দেন বলে জানিয়েছেন ইউনুছ আলী।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।