ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ভারত

বৃষ্টি নামলেও অস্বস্তি কমেনি পশ্চিমবঙ্গবাসীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
বৃষ্টি নামলেও অস্বস্তি কমেনি পশ্চিমবঙ্গবাসীর বৃষ্টি নামলো পশ্চিমবঙ্গে। ছবি: বাংলানিউজ

কলকাতা: সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। তীব্র গরমের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামলেও গুমোট ভাব কমেনি শহরে। প্রবল আর্দ্রতায় অস্বস্তি কাটছে না পশ্চিমবঙ্গ ও তার আশপাশের জেলাগুলোতে।

পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাচ্ছে, সরকারি পঞ্জিকা অনুযায়ী সোমবার (১৭ এপ্রিল) পশ্চিমবঙ্গে বর্ষাকাল শুরু হয়েছে।

হালকা বৃষ্টি নামবে পশ্চিমবঙ্গের পাহাড়ে।

সমতলে মৌসুমী বৃষ্টি নামতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে গরম ও ভ্যাপসা ভাব চলতে থাকবে। একাধিক জেলায় সোমবারও তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। সমতলে বৃষ্টি নামতে সময় লাগার মূল কারণ মৌসুমী বায়ুর ধীরগতি। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া,বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায়। পশ্চিমমেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও তীব্র গরম থাকবে।

একইভাবে তাপপ্রবাহের সম্ভাবনা মুর্শিদাবাদ ও কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনাতেও। গরমের সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সন্ধ্যার পর থেকে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমতলের জেলাগুলোতে।

ইতোমধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সিকিম,পশ্চিমবঙ্গের পাহাড়ে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দার্জিলিংসহ পাহাড় সংলগ্ন ৫ জেলায়।

এদিকে বর্ষা দেরি করে আসায় চাষের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের কৃষি বিজ্ঞানীরা। এর ফলে ধানের উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বর্ষা ঢোকার ঘোষণায় কিছুটা শান্তি পেয়েছে পশ্চিমবঙ্গবাসী। আপাতত সমতলবাসী পাহাড়ে বৃষ্টির আশায় বুক বাঁধলেও তাড়াতাড়ি বঙ্গোপসাগরে চলা নিম্নচাপটি সমতলেও প্রভাব ফেলতে পারে বলে এ খবরে তারা যথেষ্ট উৎসাহিত।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত এর সর্বশেষ