ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ঈশপের অনুগল্প: প্রকৃত বন্ধুত্বের পরীক্ষা

গল্প/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ঈশপের অনুগল্প: প্রকৃত বন্ধুত্বের পরীক্ষা প্রতীকী ছবি

দুই বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিলো। পথে আচমকা তাদের দেখা একটি ভাল্লুকের সঙ্গে। ভাল্লুক দেখে ভয়ে তাদের একজন সোজা গিয়ে চড়ে বসলো গাছের ডালে। লুকিয়ে পড়লো গাছের ঝোঁপালো ডালের আড়ালে।

তখন অপরজন ভাবলো, আমি তো নিশ্চিত ভাল্লুকের পেটে যেতে বসেছি। এটা ভেবে সে রাস্তার উপর সটান হয়ে শুয়ে পড়লো।

 

প্রকৃত বন্ধুএবার ভাল্লুকটি আস্তে আস্তে এলো তার কাছে। ভয়ে ততক্ষণে রীতিমতো নিশ্বাস বন্ধ করে ফেলেছে সে। ভাল্লুকটি তার সমস্ত শরীর শুকে শুকে দেখলো, গন্ধ নিলো। কিন্তু লোকটির নিশ্বাস বন্ধ দেখে ভাবলো বোধহয় মরা মানুষ।  

ভাল্লুকটি তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ফিরে গেলো। কারণ ভাল্লুক মরা প্রাণী খায় না।

ভাল্লুকের নীরবে চলে যাওয়া দেখে গাছে চড়া অপর বন্ধু এবার হাসতে হাসতে গাছ থেকে নেমে এলো। তার বন্ধুকে বললো, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলে গেলো। ‘সে আমাকে একটি উপদেশ দিয়ে গেছে। ’ বলেছে, কখনও এমন বন্ধুর সঙ্গে চলবে না যে তোমাকে বিপদে তোমাকে ছেড়ে চলে যাবে।

শিক্ষণীয় বিষয়: আকর্ষিক বিপদে প্রকৃত বন্ধু চেনা যায়

অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।