ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

জানা-অজানা

উদ্ভিদ সূর্যালোকে আকৃষ্ট হয় কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
উদ্ভিদ সূর্যালোকে আকৃষ্ট হয় কেন? আলোর দিকে ধাবিত উদ্ভিদ

সব ধরনের উদ্ভিদই সূর্যালোকে আকৃষ্ট হয়। যে দিকে সূর্যের আলো থাকে উদ্ভিদ সেদিকেই মাথা উঁচু করে এগিয়ে যায়। সব উদ্ভিদই সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ ও প্রস্তুত করে। 

উদ্ভিদের পাতায় ক্লোরোফিল নামে সবুজ রঙের তন্তু রঞ্জক কণা রয়েছে। সূর্য কিরণের সংস্পর্শে এসে এই সবুজ কণাগুলি পানি কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন ও শর্করায় রূপান্তর করে।

এই অক্সিজেন বাতাসে ছড়িয়ে যায় এবং শর্করা গাছের খাদ্য হিসেবে থেকে যায়। এভাবেই পাতারা সালোক-সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুতের জন্য সূর্যালোকের দিকে ধাবিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।