[x]
[x]

ভরদুপুরের অভিযান | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৭ ৯:৫২:৫৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জ্যৈষ্ঠ মাসের ভরদুপুরে
আম বাগানের পানে,
দস্যি ছেলের দল চলেছে
নতুন অভিযানে।

কাঁচা-পাকা আমের মেলা
বসেছে ওই বনে,
মা ঘুমিয়ে বোন ঘুমিয়ে
যখন ঘরের কোণে।
বিড়াল পায়ে হেঁটে ওরা 
উঠবে গিয়ে গাছে,
ফলগুলো সব করবে সাবাড়
কেউ না দেখে পাছে।
ছোট বেলায় জ্যৈষ্ঠ মাসের
ভরদুপুরের টানে-
কার না বলো মন ছুটে যায়
এমন অভিযানে?

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইচ্ছেঘুড়ি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa