ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

কাল বোশেখী ‍| নৃপেন চক্রবর্তী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কাল বোশেখী ‍| নৃপেন চক্রবর্তী কাল বোশেখী

একটা হাওয়া হঠাৎ করে গাছ গাছালির ডালে
একটা হাওয়া হঠাৎ করে টিন ও টালির চালে।
একটা হাওয়া হঠাৎ করে আম শিরীষের পাতায়
একটা হাওয়া হঠাৎ করে কৃষ্ণ চূড়ার মাথায়।

একটা হাওয়া হঠাৎ করে গাছ গাছালির ডালে
একটা হাওয়া হঠাৎ করে টিন ও টালির চালে।
একটা হাওয়া হঠাৎ করে আম শিরীষের পাতায়
একটা হাওয়া হঠাৎ করে কৃষ্ণ চূড়ার মাথায়।


একটা হাওয়া হঠাৎ করে শেষ বিকেলের হাটে
একটা হাওয়া হঠাৎ করে তেপান্তরের মাঠে।
একটা হাওয়া হঠাৎ করে গাজন মেলায় দেখি
বুঝলাম সে আর কেউ নয়--সেই কাল বোশেখী।
ইচ্ছেঘুড়ি
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad