ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ওরা শ্রমিক । আবু সাঈদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১, ২০১৭
ওরা শ্রমিক । আবু সাঈদ ওরা শ্রমিক

ওরা শ্রমিক
মানুষ তো বটে!
বেতনের কথা বললে
মালিক কেন চটে?

ওরা শ্রমিক
মানুষ তো বটে!
বেতনের কথা বললে
মালিক কেন চটে?
শ্রমের জন্য যদি
পারিশ্রমিক থাকে,
মালিকের‍া কথা দিয়ে
কথা নাহি কেন রাখে?

হাড়ভাঙা খাটুনিতে
কেটে যায় মাস,
মালিকেরা মাস শেষে
দিতে চায় বাঁশ!

ওরা শ্রমিক, ওরা দেশপ্রেমিক।
কাজের মধ্যে খুঁজে নেয় ওরা,
জীবন চলার দিক।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।