ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

রাজার সুখ | আব্দুস সালাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রাজার সুখ | আব্দুস সালাম

মোহনপুরের রাজার কোনো নেইকো ছেলেমেয়ে
সব প্রজাদের সাথে রাজা চলতো হেসে গেয়ে,
থাকতো রাজা রাজপ্রাসাদে সেই প্রজাদের নিয়ে
সব শিশুদের বাসতো ভালো হৃদয় ও মন দিয়ে।

মোহনপুরের রাজার কোনো নেইকো ছেলেমেয়ে
সব প্রজাদের সাথে রাজা চলতো হেসে গেয়ে,
থাকতো রাজা রাজপ্রাসাদে সেই প্রজাদের নিয়ে
সব শিশুদের বাসতো ভালো হৃদয় ও মন দিয়ে।
 
আপন আপন সবাই মিলে করতো রাজার কাজ যে
সুখের বন্যা বয়ে যেত রাজার গোটা রাজ্যে,
কিন্তু রাজা হঠাৎ করে গেলেন ভীষণ রেগে
রাজপ্রাসাদের ভিতর থেকে দেন প্রজাদের ভেগে।


 
রাজপ্রাসাদে রাজা এখন থাকেন একা একা
আশপাশে প্রজাদের আর যায় না কোনো দেখা,
মন্ত্রী উজির থাকেন দূরে প্রাসাদ হলো মরু
সঙ্গী আজি রাজার কেবল পাখপাখালি তরু।
 
প্রাণটা রাজার ওষ্ঠাগত চায় না যে সুখ এমন
রাজপ্রাসাদে আনলো প্রজার ছিল আগে যেমন,
রাজার মুখে ফুটলো হাসি কাটলো আঁধার দুখ
আগের জীবন ফিরে পেয়ে রাজা পেলেন সুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘন্টা, নভেম্বর ১৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।