ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইসলাম

মসজিদে হারাম ও মসজিদে নববীর পরিচয়

মাহমুদা নওরিন, অতিথি লেখক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মসজিদে হারাম ও মসজিদে নববীর পরিচয় মসজিদে হারাম ও মসজিদে নববীর পরিচয়

মসজিদ আল হারাম বা মসজিদে হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত। সৌদি আরবের মক্কা শহরে এর অবস্থান। মুসলিমরা নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান।

হজ ও ওমরার জন্য মসজিদুল হারামে যেতে হয়। এর ভেতরে ও বাইরে নামাজের স্থান মিলে মসজিদের বর্তমান কাঠামো প্রায় ৮৮.২ একর।

এখানে একসঙ্গে ১০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। হজের সময় প্রায় ৪০ লাখ মানুষ এখানে উপস্থিত হন।  

এই মসজিদ সব সময় খোলা থাকে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে, হজরত ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.) দু’জন একত্রে কাবা নির্মাণ করেন। মক্কায় যেসব গোষ্ঠী বা সম্প্রদায় মর্যাদাবান ছিল, তাদের দায়িত্ব থাকত কাবা শরিফ রক্ষণাবেক্ষণের। এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত।  

মহানবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়ত প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরাইশ বংশ। এই গৃহে পরবর্তী সময়ে হজরে আসওয়াদ নামক পাথর স্থাপন করা হয়।  

কাবা নিকটবর্তী পাহাড় থেকে আহরিত গ্রানাইট পাথর দ্বারা নির্মিত। এর ভিত্তিভূমি মার্বেল পাথরের তৈরি। এর অভ্যন্তর ভাগের  মেঝে মার্বেল পাথর ও চুনাপাথরে তৈরি। দেয়ালের অর্ধেকটা দামি মার্বেল পাথরে মোড়া।  

জমজম কুয়া মসজিদুল হারামের মধ্যে অবস্থিত। আগে মাতাফের ওপর জমজমের অংশ ছিল। পরে তা ভূগর্ভস্থ করে ফেলা হয় এবং পাম্পের সাহায্যে পানি উত্তোলনের ব্যবস্থা করা হয়।
মসজিদে নববী
মসজিদে নববী
মসজিদ আল নববী বা মসজিদে নববী হজরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ। এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত। হজরত মুহাম্মদ (সা.) হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটি দিন-রাত সব সময় খোলা থাকে।  

হজরত মুহাম্মদ (সা.) এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও  সৌন্দর্যবর্ধন করেছেন। এখানে একসঙ্গে ৬ লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। হজের সময় এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০ লাখে।  

১৯০৯ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদেমুল হারামাইন শরিফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদটি মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজীরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন।

মসজিদের মধ্যে ছোট কিন্তু বিশেষ এলাকা রয়েছে যা রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান বলে পরিচিত। এটি মুহাম্মদ (সা.)-এর রওজা থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত। রওজা মসজিদের সঙ্গে অবস্থিত। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মাঝে রয়েছে ‘জান্নাতের একটি বাগান। ’ –সুনানে তিরমিজি

এখানে হজরত মুহাম্মদ (সা.) এবং প্রথম দুই খলিফা হজরত আবু বকর (রা.) ও হজরত উমর (রা.)-এর কবর রয়েছে। এর পাশে একটি কবরের জন্য জায়গা খালি রয়েছে। মুসলিম বিশ্বাস মতে, হজরত ঈসা (আ.) আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং এরপর তিনি মারা যাওয়ার পরে তাকে এখানে দাফন করা হবে।  
মসজিদে হারাম
মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন বাদ আসর ও বাদ ফজর ছোট ছোট জামাতে বসে উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে মুসল্লিরা পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করেন। এ ছাগা প্রতিদিন বাদ আসর এবং বাদ মাগরিব বিশিষ্ট ওলামায়ে কিরাম উভয় মসজিদের কোণে কোণে দ্বীনি বক্তব্য প্রদান করেন।  

এ দুই মসজিদে প্রায় প্রতিদিন বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার জায়গায় জায়গায় ইফতারির আয়োজন করা হয়। এতে শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। আপ্যায়নকারীরাও অত্যন্ত বিনয় ও আগ্রহের সঙ্গে মেহমানদারি করান।

মসজিদে হারাম ও মসজিদে নববীর ভেতরে সর্বস্থানে জম জম পানিভর্তি ছোট ছোট ঝাড় প্লাস্টিকের গ্লাস রাখা আছে, চত্বরগুলোতেও পানির সুব্যবস্থা আছে। যার যত ইচ্ছা পানি পান করতে পারেন, কোনো বাধা নেই।
আরও পড়ুন
মসজিদে হারামের পরিচ্ছন্নতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ
সুস্থ শরীরে হজ পালনে কিছু পরামর্শ
শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ
মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া
মক্কার দর্শনীয় কিছু স্থান
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি​
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
কাতারের নাগরিকদের হজ পালনে বাধা নেই
সংক্ষিপ্ত হজ গাইড: হজের কিছু বিশেষ স্থান ও পরিভাষা
সংক্ষিপ্ত হজ গাইড: হজের ধারাবাহিক কার্যক্রম
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ
সংক্ষিপ্ত হজ গাইড: মক্কায় পৌঁছার পর করণীয়
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের যা জানা আবশ্যক
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি
মক্কা-মদিনায় প্রিয় নবী সা.-এর স্মৃতিময় কিছু স্থান
হজযাত্রীদের ট্রলি-ব্যাগ সরবরাহে অনিয়মে ছাড় নয়
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত


ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad