ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইসলাম

মিশর প্রেসিডেন্ট পুরস্কার দিলেন বাংলাদেশি হাফেজকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুন ২২, ২০১৭
মিশর প্রেসিডেন্ট পুরস্কার দিলেন বাংলাদেশি হাফেজকে মিশর প্রেসিডেন্ট পুরস্কার দিলেন বাংলাদেশি হাফেজকে

মিশর থেকে: মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি নিজ হাতে পুরস্কার তুলে দিলেন বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে।

চলতি বছরের ১১ এপ্রিল মিসরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতা প্রথমস্থান অধিকার করেন কুমিল্লার মুরাদনগরের আবুল বাসারের ছেলে হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

প্রতিযোগিতায় ৫০টির বেশি দেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে আরব বিশ্বের বাইরে কারো প্রথম স্থান অধিকার করায় সবাই খুবই বিস্মিত।

হাফেজ মামুনের প্রথম হওয়ার সময়ই আয়োজক কর্তৃপক্ষ তার হাতে পুরস্কার তুলে দেয়। তবে মিশরের প্রেসিডেন্ট অনুষ্ঠানের প্রথা অনুসারে বিশ্বসেরা হাফেজকে সেই সময় নিজ হাতে তার পক্ষ থেকে পুরস্কার তুলে দিতে পারেননি।

ওই অনুষ্ঠানের ধারাবাহিকতায় বুধবার (২১ জুন) মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে নিজ দপ্তরে ডেকে নেন। এ সময় মিশরের প্রেসিডেন্ট নিজ হাতে আব্দুল্লাহ আল মামুনকে পুরস্কার তুলে দেন।

এপ্রিলের অনুষ্ঠানের পর পরই হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশে ফিরে যান। দিন দুয়েক আগে তিনি মিশরের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য পুনরায় কায়রো আসেন।

বাংলাদেশের একজন হাফেজ মিশরে এসে বিশ্বসেরা হওয়ায় মিশরস্থ প্রবাসীদের মাঝে উদ্দীপনা জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।