ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

চাঁদপুরের শতবর্ষী মসজিদ তারাবির জন্য প্রস্তুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ২৬, ২০১৭
চাঁদপুরের শতবর্ষী মসজিদ তারাবির জন্য প্রস্তুত চাঁদপুরের শতবর্ষী মমিন বাড়ী জামে মসজিদ

চাঁদপুর: তারাবির নামাজের জন্য প্রস্তুত চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামের ঐতিহ্যবাহী মমিন বাড়ী জামে মসজিদ। তারাবির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

১শ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদটি ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।  

৩ তলা বিশিষ্ট এই মসজিদের ভেতরে এবং বারান্দায় একত্রে নামাজ পড়তে পারেন প্রায় হাজারখানেক মুসল্লি।

 

জুমার নামাজের সময় মুসল্লি সংখ্যা আরও বাড়ে।  

২০১৬ সালের রমজান মাসে প্রায় ৩শ’ মুসল্লি নিয়মিত তারাবির নামাজ আদায় করেছেন।  

এ বছর মসজিদের ব্যবস্থাপনা আরও উন্নত করার পাশাপাশি কিছু সংস্কার ও অজুখানার আধুনিয়াকায়ন করা হয়েছে। তাই মসজিদ কর্তৃপক্ষ আশা করছেন, এবার মুসল্লির সংখ্যা বাড়তে পারে।  

মমিন বাড়ী মসজিদের পাশ্ববর্তী পূর্ব গুলিশা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমিনুল হক মজুমদার বাংলানিউজকে জানান, তার বয়স এখন ৭৫ বছর। ছোটবেলা থেকেই তিনি এই মসজিদ দেখে আসছেন।  

ঐতিহাসিক এই মসজিদটি প্রতিষ্ঠা করেন মরহুম ক্বারী ইবরাহিম (রহ.)।  
হাফেজ মো. হুজাইফা ও হাফেজ মো. ওমর ফারুক এবার মমিন বাড়ী মসজিদে তারাবি পড়াবেন
কুমুরুয়া, হরিণা ও গুলিশা গ্রামসহ আশপাশের মানুষ এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।  

মমিন বাড়ী মাদরাসার শিক্ষক সাজেদুর রহমান জানান, তিনি গত ৭ বছর ধরে এই মসজিদে তারাবি পড়েন। মসজিদের হাফেজদের কোরআন পড়া শ্রুতিমধুর এবং ব্যবস্থাপনা ভালো থাকার কারণে আশপাশের গ্রাম থেকে মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতে আসেন।  

মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ক্বারী আশরাফ আলী খান বাংলানিউজকে বলেন, রমজানের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে দু’জন হাফেজ নিয়োগ করা হয়েছে। হাফেজ মো. হুজাইফা ও হাফেজ মো. ওমর ফারুক এ বছর তারাবি পড়াবেন। হাফেজ হুজাইফা গত বছরও এখানে তারাবি পড়িয়েছেন এবং ওমর ফারুক এবারই প্রথম।  

মমিনবাড়ী জামে মসজিদে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। মসজিদ কর্তৃপক্ষের আশা, আল্লাহর ইচ্ছায় এবার মুসল্লিরা সুন্দর পরিবেশে তারাবির নামাজ আদায় করতে পারবেন।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।