ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা শনিবার থেকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা শনিবার থেকে সৌদিতে রোজা, (ফাইল ছবি)

মুসলিম বিশ্বের পূণ্যভূমি সৌদি আরবে এখন রোজার আয়োজন। সব প্রস্তুতি সম্পন্ন। যথাযোগ্য মর্যাদায় ধনী-গরিব মিলেমিশে আদায় করবেন রোজা।

সৌদিতে প্রথম রোজা পালন করা হবে শনিবার (২৭ মে)। চাঁদের সাপেক্ষে দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটি পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দেয়। এতে করে শুক্রবার দিনগত রাতে চাঁদ উঠবে এবং রোজা শুরু হবে শনিবার থেকে। এবার রমজানে চারটি শুক্রবার থাকছে, মনে করা হচ্ছে এ মাস ২৯ দিনে হতে পারে।

শুধু সৌদি নয়, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন এবং ঘানাতেও একই সাথে রমজান পালন করা হবে।

বাহরাইন থেকে বাংলানিউজের করেসপন্ডেন্ট মোসাদ্দেক হোসেন সাইফুল জানিয়েছেন, সেদেশেও রমজান শনিবার থেকে; অর্থাৎ আজ শুক্রবার রাতেই তারা সেহরি খাবেন। বাজার-হাট থেকে শুরু করে পবিত্র এ মাসের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।

এছাড়া জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু।  

বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। সেখান থেকে জানা যাবে কবে বাংলাদেশে রোজা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৭
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।