ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

কুয়েত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বাছাই সম্পন্ন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
কুয়েত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বাছাই সম্পন্ন কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ক্বারী নাজমুল হাসান ও হাফেজ সাইফুর রহমান ত্বকী

কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কুয়েত অ্যাওয়ার্ড’ নামে পরিচিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বাছাই সম্পন্ন হয়েছে। 

প্রতিযোগিতায় ৩০ পারা হেফজুল কোরআন গ্রুপে কিশোর হাফেজ সাইফুর রহমান ত্বকী ও কেরাত বিভাগে ক্বারী নাজমুল হাসান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ তারা কুয়েতের ফ্লাইট নিশ্চিত করেন।

১২ এপ্রিল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক কেরাত ও হেফজ প্রতিযোগিতাটি কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে উদ্বোধন করবেন কুয়েতের আমীর।
বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে শুভেচ্ছা জানাচ্ছেন মারকাজুত তাহফিজের পরিচালক হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী
অষ্টম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ৬৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রতিযোগিতা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

হেফজুল কোরআন গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি সাইফুর রহমান ত্বকী রাজধানীর যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এর আগে সে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলোতে প্রথম হয়েছিল। হাফেজ ত্বকী ব্রাহ্মণবাড়ীয়া জেলার শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের সন্তান।

কেরাত গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি আলহাজ হাফেজ ক্বারী নাজমুল হাসান যাত্রাবাড়ী তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচালক। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।