ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইসলাম

জার্মান সেনাবাহিনীতে ইমাম নিয়োগ করা হচ্ছে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ২৫, ২০১৫
জার্মান সেনাবাহিনীতে ইমাম নিয়োগ করা হচ্ছে ছবি: সংগৃহীত

মুসলিম সৈনিকদের জন্য জার্মান সেনাবাহিনীতে প্রথমবারের মতো ইমাম নিয়োগের পরিকল্পনা করছে সে দেশেরে সেনা কর্তৃপক্ষ। জার্মানের স্থানীয় মিডিয়া ২৩ মে (শনিবার) এ সংবাদ জানিয়েছে।

খবর ডেইলি সাবাহ’র।

জার্মান সেনাবাহিনীর প্রায় আড়াই লাখ সৈন্যের মাঝে প্রায় ১,৬০০ মুসলিম সৈনিক রয়েছে।

জার্মান সেনাবাহিনীর এক মুখপাত্র বিল্ড সংবাদপত্রকে বলেন, ‘জার্মানিতে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্মে পরিণত হয়েছে। আমাদের মুসলিম সৈনিকদের জন্য নিজস্ব ইমাম নিয়োগ করা নিয়ে আমরা ভাবছি, আশা করি এটা খুব অচিরেই বাস্তবায়িত হবে। ’

পত্রিকাটি আরও জানায়, জার্মান সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় নগরী কোবলেঞ্জে নিজস্ব ধর্মীয় পরিষেবা কেন্দ্রের শাখা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

১৯৬০-এর দশক থেকে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট চার্চগুলো জার্মান সেনাবাহিনীর জন্য ধর্মীয় নির্দেশনা দিয়ে আসছে। ইমাম নিয়োগ হলে এবার মুসলমান সৈনিক তাদের ইমামের কাছ থেকে ধর্মীয় নির্দেশনা পাবে।

বর্তমানে ফ্রান্সের পর জার্মানিই হলো পশ্চিম ইউরোপের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বাস। দেশটির ৪০ লাখ মুসলমানের মধ্যে ৩০ লাখ তুর্কি বংশোদ্ভূত।

ফেডারেল রিপাবলিক অব জার্মানী আয়তনের দিক দিয়ে ইউরোপের সপ্তম বৃহৎ রাষ্ট্র। ১৬টি অঙ্গ রাজ্য নিয়ে জার্মান ফেডারেল ইউনিয়ন গঠিত। ৩,৫৬,৯৭১ বর্গ কিলোমিটার আয়তনের জার্মান রাষ্ট্রের রাজধানী বার্লিন।

ধর্মপ্রাণ মুসলমানের প্রানান্তকর চেষ্টা জার্মানীতে প্রায় ২ হাজার মসজিদ গড়ে উঠেছে; এর মধ্যে ৪০০ হচ্ছে বিভিন্ন শপিংমলে অবস্থিত প্রার্থনা কক্ষ।

জার্মানীতে অবস্থানরত মুসলমানরা ইসলামি শরিয়তের বিধি-বিধান অনুসরণে অত্যন্ত কঠোর। তারা ইসলামি সংস্কৃতি প্রতিপালনে কোনো আপোষ করতে রাজী নয়। কারণ শরিয়তই একজন মুসলমানের অস্থিত্বের ভিত্তি। এ দৃঢ় মনোবৃত্তির কারণে জার্মানীর ভূ খন্ডে ক্রমশ ইসলাম বিস্তৃতি লাভ করছে। সেনাবাহিনীতে ইমাম নিয়োগের দাবী পূরণে মুসলমানদের সেই বিস্তৃতি আরও এগিয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘন্টা, মে ২৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।